কুইক টিপঃ কিভাবে iTunes দিয়ে ফ্রি তে রিংটোন বানাবেন
() translation by (you can also view the original English article)
নিজের iPhone ইউনিক বানানোর অনেক উপায় আছে। তার মধ্যে একটা হচ্ছে নিজের বানানো রিংটোন ব্যবহার করা। এই টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে iTunes লাইব্রেরির যে কোন গান ত থেকে রিংটোন বানিয়ে নেয়া যায়, ফ্রি তে। কিন্তু প্লিজ, গাংগাম স্টাইলের মত ক্ষেৎ গান রিংটোন দিয়ে বসে থাকবেন না আবার।
১ম স্টেপঃ আপনার গান সিলেক্ট করুন



রাইট ক্লিক করে Get info সিলেক্ট করুন
যেই গানটি দিয়ে রিংটোন বানাতে চান, সেটি iTunes এ খুঁজে বের করুন। তাতে রাইত ক্লিক করে 'Get Info' ক্লিক করুন।
২য় ধাপঃ স্টার্ট ও স্টপ টাইম সেট করুন



নেভিগেট করে Options এ যান
ইনফো ভিউতে যাওয়ার পর, ন্যাভিগেট করে Options এ যান, এবং ওখান থেকে স্টার্ট ও স্টপ টাইম সিলেক্ট করুন। এরপর, নিজের পছন্দের শুরু ও শেষ হওয়া সময় পর্যন্ত গানের ট্র্যাকটি ট্রিম করে কেটে নন, এরপর OK সিলেক্ট করুন। এখানে মনে রাখতে হবে যে প্লেটাইম ৪০ সেকেন্ডের বেশি হতে পারবে না।
৩য় স্টেপঃ একটি AAC ভার্শন তৈরি করুন

AAC ভার্শন কনভার্ট করুন
এরপর আবার রাইট ক্লিক করে Create AAC Version সিলেক্ট করুন। এটি অটোম্যাটিকভাবে একটি ডুপ্লিকেট ফাইল তৈরি করবে, পরবর্তীতে আমরা এই ডুপ্লিকেট ফাইলের উপরেই অন্যান্য কাজ করব। যদি আসল গানের ট্র্যাকটি বাজানোর সময় টাইম নিয়ে কোন সমস্যা হয়, তাহলে ওই ফালের স্টার্ট ও স্টপ টাইম রিসেট করে নিন। তাহলে বাজাতে আর কোন সমস্যা হবে না পরে।
৪র্থ স্টেপঃ রিংটোনে কনভার্ট করুন



রাইট ক্লিক করে "Show in Finder" সিলেক্ট করুন।
ফাইলটি নতুন ডুপ্লিকেট ভার্শনে রাইট ক্লিক করে Show in Finder সিলেক্ট করুন।

অরিজিনাল গানের ট্র্যাক ও তার নতুন AAC ভার্শন
ফাইলের .m4a এক্সটেনশন রিনেম করে .m4r করে নিন। কনফার্মেশন বক্স পপ আপ আসলে, ইয়েস ক্লিক করে .m4r সিলেক্ট করুন।



Use .m4r ক্লিক করুন
৫ম ধাপঃ AAC ভার্শন ডিলিট করা



গানটি ডিলিট করুন



ফাইলটি অবশ্যই রেখে দিন
আরেকবার iTunes এ যান, রাইট ক্লিক করে AAC ভার্শনটি ডিলিট করুন (অরিজিনাল ফাইলের শর্ট ভার্শনটি)। Delete Song ও Keep File পপ আপ ক্লিক করে ফাইল ডিলিট করা কমপ্লিট করুন।
৬ষ্ঠ ধাপঃ রিংটোনে অ্যাড করা
ফাইন্ডারে ফেরত যান, রিংটোন ফাইলে (.m4r) ডাবল ক্লিক করুন। তাহলে টোনটি অটোম্যাটিকভাবে iTuners এর টোন সেকশনে চলে যাবে।



এখন রিংটোনটি iTunes এর Tones সেকশনে দেখা যাবে।
পরিশেষ
তো এভাবে iTunes দিয়ে যে কোন মিউজিক ট্র্যাক থেকে রিংটোন বানানো যায়। এবং এটি ফ্রিতেই করা যায়। এখন আপনি আপনার পছন্দ মত রিংটোন বানিয়ে বন্ধুদের জন্য কাস্টম রিংটোন সেট করে তাদের বিরক্ত করতে পারেন।